গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ
মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এর একটি বিশেষ টিমের অভিযানে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার খড়িয়াপাড়া বাঘবেড় গ্রাম থেকে ২১ কেজি গাঁজাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ৬টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ কাওসারুল হাসান রনি এর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মোঃ আনোয়ার হোসেন (৩৭), পিতাঃ মোহাম্মদ আলী, মাতাঃ আনোয়ারা খাতুন, সাংঃ খড়িয়াপাড়া বাঘবেড়, থানা, নালিতাবাড়ী, জেলা, শেরপুরকে ২১ কেজি গাঁজাসহ হাতে-নাতে আটক করা হয়।
গ্রেফতারের পর মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনের বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নালিতাবাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।