ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের এক নারী কর্মচারীকে উপ-সহকারী প্রসাশনিক কর্মকর্তা উপেন্দ্র নাথ রায়ের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে।

ঠাকুরগাঁও প্রতিনিধ: ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের এক নারী কর্মচারীকে উপ-সহকারী প্রসাশনিক কর্মকর্তা উপেন্দ্র নাথ রায়ের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী। এমন ঘটনায় জেলাজুড়ে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২-০৯-২৫ সালে সকাল ১১ টায় অফিসে আসেন ভুক্তভোগী নারী কর্মচারী। দুপুর ১২ টা ২৫ মিনিটে নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসির) রুমে নাস্তা দিয়ে আসেন।পরিবেশন শেষে নাস্তার রুমে চলে এসে প্রয়োজনীয় জিনিসপত্র পরিস্কার করেন তিনি। এমন সময় যৌন লালসার চরিতার্থের উদ্দেশ্যে ভুক্তভোগী নারীর বিভিন্ন অংশে হাত দেন তিনি।বারবার বাঁধা দেওয়া সত্ত্বেও অনৈত্তিক কাজ করার জন্য জোর জবরদস্তি করেন উপেন্দ্র নাথ রায়। এমন ঘটনায় মানসিক-শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন ভুক্তভোগি নারী কর্মচারী।